মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

মুরাদনগরবাসীর প্রােণর দাবী আমরা দিখ কয়েক বসর পর গ্যাস পাইতা সি

মুরাদনগরবাসীর প্রােণর দাবী
আমরা মুরাদনগর বাসী । আমার গ্যাস দিয়ে দেশ
চালাবেন, আমার গ্যাস বিক্রি করার মাধ্যমে দেশের
কত মানুষ ধনী হবে, কুটি কুটি টাকার দুর্নীতি হবে।
একদিন আমার বাড়ী মৃত্যু কুপে পরিণত হবে,
বিনিময়ে আমরা কিছুই পাব না। এতো হতে পারে না।
গ্যাসতো দিতেই হবে সাথে মুরাদনগরের ব্যাপক
উন্নয়ন করতে হবে। ।এই দাবীটি সরকারকে
মেনে নিতেই হবে। আমাদের মুরাদনগর
সবচেয়ে অবহেলিত। কি নেই আমাদের
মুরাদনগরে? খনিজ সম্পদের অপার ভান্ডার আমাদের
মুরাদনগর। তাও একটি দুটি নয়, তিন তিনটি গ্যাসের খনি।
বিনিময়ে আমরা কি পেয়েছি? দেশের রাজনৈতিক
জাঁতাকলে আজ আমরা অবহেলিত। গতসাতটি বছর যাবত
আমরা কিছুই পাচ্ছি না। সরকার আওয়ামিলীগ আর
আমাদের এমপি বিএনপি। তাই গত সাত বছরে আমাদের
কোন উন্নয়ন হয়নি। আমাদের দেশের রাজনৈতিক
প্রক্রিয়াটাই আসলে এমন। মুরাদনগর বাসীর পক্ষ
থেকে আরেকটি দাবী, ভুলতা গাউছিয়া থেকে
মুরাদনগরে যে রাস্তাটি গেছে, সেটিকে আরও
প্রশস্ত করে ব্যবহার উপযোগী করে দেউয়া
হউক। যেন আমরা খুব সহজেই ঢাকা টু মুরাদনগর
যাতায়াত করতে পারি। দ্বিতীয় মেঘনা সেতু যেন এ
রাস্তায় করা হয়। আমাদের দাবী যদি মেনে নেয়া না
হয় তাহলে এখান থেকে আর বিন্দু পরিমাণ গ্যাস নি--
তে----দেয়া হবে না, না এবং না। আসুন আমরা
সমস্বরে আমাদের ন্যায় দাবী নিয়ে একবার
গর্জে উঠি, আমাদের দাবী আমাদের দাবী,
মানতে হবে মানতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন